মুকুন্দ দাস ও বঙ্গদেশ
ময়ূরী মিত্র পর্ব – একবোঝাবুঝি নয় আর৷ ব্রিটিশের বিরুদ্ধে ক্ষুব্ধ বঙ্গ তখন মেতেছে শাসককে সমঝে দেবার রাজনীতিতে ৷বাংলার জনমত গোষ্ঠীচেতনার প্রচলিত ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে দলমত নির্বিশেষে সরকারি সিদ্ধান্তগুলোর বিরুদ্ধাচারণ করতে শুরু করল৷ জাতীয়তাবাদী প্রেসের সমস্বরে প্রতিবাদের রসায়নে বাঙালির রাজনৈতিক প্রতিবাদের মঞ্চটাও এইসময়ে প্রসারিত হতে শুরু করল৷ গোষ্ঠীবদ্ধ রাজনীতির অনিবার্য সীমাবদ্ধতাকে অতিক্রম করে বাঙালি বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পত্রপত্রিকার সম্পাদক ,এমনকী অনেক সাধারণ মানুষও নেমে আসতে শুরু … Continue reading মুকুন্দ দাস ও বঙ্গদেশ
