রান চাই, সোজা ব্যাটেই মার বা উল্টো করেই মার, বল বাউন্ডারি টপকালে তালিয়া
‘সাম্প্রদায়িক’ গাল দিয়ে সম্প্রদায়গত ভোটের হিসেব করতে ডান-বাম ওপর-নীচে সামনে-পিছনে সব রাজনৈতিক দলেরই এক কৌশল। তোষণনীতি। এই নীতির সবচেয়ে বড় দাওয়াতপ্রাপ্তরা হল এদেশের সংখ্যালঘু, আরও সোজা কথায় বললে মুসলমানরা। অঙ্কের হিসেব। সংখ্যাগুরু ভোট যা হয় হলো, কিন্তু সংখ্যালঘুদের ভোটটা ছলে-বলে কবজা করতে পারলেই পাল্লা ভারী হয়ে কেল্লাফতে। এই হিসেব কংগ্রেস, বামপন্থী, তৃণমূল সবাই জানে, সবাই বোঝে, সবাই সময়মতো করেও। আবার মুসলমান ভোট পাব না ধরে … Continue reading রান চাই, সোজা ব্যাটেই মার বা উল্টো করেই মার, বল বাউন্ডারি টপকালে তালিয়া
