ব্যাটে-বলে অসাধারণ ইউসুফের কারণে শচীনরাই চ্যাম্পিয়ন
রায়পুর, ২১ মার্চ, ২০২১ ভারতের মাটিতে আরও একটি ফাইনালে আবারও শ্রীলঙ্কাকে হারাল ভারতই! দশ বছর আগে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের মতো, এবার জয় শচীন তেন্ডুলকারের নেতৃত্বে ভারতীয় কিংবদন্তিদের। তিলকরত্নে দিলশানের শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে প্রথম আনঅ্যাকাডেমি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টিটোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শচীনরা। যুবরাজ সিং দুরন্ত, তবু, ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার মতোই পারফরম্যান্স ইউসুফ পাঠানের। প্রথমে ব্যাট হাতে ৩৬ বলে অপরাজিত ৬২। পরে বল করতে এসে শ্রীলঙ্কার বিপজ্জনক দুই ওপেনার দিলশান এবং সনৎ জয়সূর্যর উইকেট, ৪ … Continue reading ব্যাটে-বলে অসাধারণ ইউসুফের কারণে শচীনরাই চ্যাম্পিয়ন
