বর্ষামঙ্গল : সংসদীয় মৌসুমী অধিবেশন
ড. রাজলক্ষ্মী বসু সংসদ মৌসুমী অধিবেশন সদ্য সমাপ্ত। সপ্তদশ লোকসভা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সদর্পে বিদ্যমান। বিগত ২০ বছরের সর্বোচ্চ পথপ্রদর্শক হল সপ্তদশ লোকসভা সম্মীলনী। কারণ, কেবলমাত্র কাশ্মীরের ধারা ৩৭০ রদই নয়, তিন তালাক রদ এবং আরটিআই অ্যাক্ট অ্যামেডমেন্ডের মতন বহু প্রতীক্ষিত বিলের পূর্ণ উত্তরণ সম্ভবপর হয়েছে। স্বাধীনোত্তর ভারতে সর্বোচ্চ সংখ্যক বিলের উত্তরণ ও মর্যাদাপ্রাপ্তি হল উক্ত সভা সমাবেশে। ৩৮টি বিলের মধ্যে ২৮টি … Continue reading বর্ষামঙ্গল : সংসদীয় মৌসুমী অধিবেশন
