নাগরিকত্ব বিল — কিছু কথা
ড. রাজলক্ষ্মী বসু জাতীয় রাজনীতিতে সর্বোচ্চ বিতর্কের আদালতে দন্ডায়মান সংশোধিত নাগরিকত্ব বিল ২০১৯। বহু ক্ষেত্রেই বিলটির তাৎপর্য না জেনেই গেল গেল রব তুলছে অনেকে। জাতীয়তাবাদী মননশীল যে কোনও নাগরিকের দায়িত্ব বিলটি সম্বন্ধে নিজে ওয়াকিবহাল হওয়া এবং অন্যকেও সম্যক ধারণা প্রদান করা। উত্তেজনা সৃষ্টি যতই হোক না কেন ব্যালট ব্যাক্সে তা কোনও ঋণাত্মক প্রভাবই ফেলতে পারবে না। কারণ সময় অতিবাহিত হলে প্রতিটা মানুষই এর প্রয়োজনীয়তা মর্মে … Continue reading নাগরিকত্ব বিল — কিছু কথা
