খিদিরপুর রং-বে-রং এর ‘হলদিবাড়ি’
দীপঙ্কর ভট্টাচার্য খিদিরপুর রং-বে-রং এর নবতম প্রযোজনা হলদিবাড়ি। আর্থিক সহায়তায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার। নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়ে গেল গত ৩০ জানুয়ারি ২০২৩ কলকাতার শিশির মঞ্চ প্রেক্ষাগৃহে। প্রায় পূর্ণ প্রেক্ষাগৃহে হলদিবাড়ি দেখতে দেখতে মনে হচ্ছিল, এ নাটক আর পাঁচটা বাংলা সাধারণ নাটকের মত নয়। এ যেন বাংলা থিয়েটারে এক নতুন ঘরানার থিয়েটার সৃষ্টি করবার প্রচেষ্টা, এ নাটকের নাট্যকার তথা নির্দেশক তন্ময় চন্দ্রর। … Continue reading খিদিরপুর রং-বে-রং এর ‘হলদিবাড়ি’
