শিল্পী দেবযানী দাশগুপ্ত দীক্ষিত ও বিবেক দাস-এর তুলি-কালির ক্যানভাসে ২৮ মে থেকে ৩ জুন সেজে উঠেছিল অ্যাকাডেমির নিউ সাউথ গ্যালারি। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল উন্ড অ্যান্ড উইন। মানব দেহের সঙ্গে প্রকৃতির নানা ঘাত-প্রতিঘাতের সংমিশ্রণে মোড়া ক্যানভাসগুলি দর্শক মনে দারুণ রেখাপাত করে। Continue reading
