গরু-বালি-কয়লা পাচার নিয়ে তৃণমূল-বিজেপির তরজা জমে উঠেছে
ডায়মন্ডহারবারে নিজের নির্বাচনি কেন্দ্রে দাঁড়িয়ে ক-দিন আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা বলছে ভাইপো পাচারকারী তারা একটা প্রমাণ দিক মুক্ত ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দেব। বরং খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে যাকে সে আজ বড় সাধু। শুভেন্দু অধিকারীর নাম না বলেও ইঙ্গিতটাই স্পষ্ট। এদিকে এর পাল্টা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছেন। ভাইপোকে তোলাবাজ বলার পর তিনি নতুন ছড়া … Continue reading গরু-বালি-কয়লা পাচার নিয়ে তৃণমূল-বিজেপির তরজা জমে উঠেছে
