যা তোমার অর্জিত নয়, তা তুমি নিতে পারো না
মৌমিতা ঘোষ “বাবা-মা এই শিক্ষা দিয়েছে?” আমাদের ছোটবেলায় এই কথাটাই যথেষ্ট ছিল অপমানিত বোধ করার জন্য। এই “বাপ মায়ের শিক্ষা”র মধ্যে কী কী পড়তো?ক্লাসের রেজাল্ট ভালো হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। বাপ মায়ের শিক্ষা মানে বড়দের সম্মান দেবে। পাড়ার বড়রা কিছু জিজ্ঞেস করলে চলতে চলতে উত্তর দেবে না, দাঁড়িয়ে উত্তর দেবে। স্কুল যাওয়া আসার সময় বেশি খলবল করবে না। কারো প্রতি খারাপ ভাষা … Continue reading যা তোমার অর্জিত নয়, তা তুমি নিতে পারো না
