সুভাষচন্দ্র বসু
সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি। এ বছরে তাঁর ১২৫তম জন্মদিন। তাঁর বাবার নাম জানকীনাথ বসু। মা প্রভাবতী দেবী। তাঁরা তখন থাকতেন কটকে। জানকীনাথবাবু ছিলেন আইনজীবী। কটকে থাকার ফলে ওড়িয়াভাষীদের সঙ্গে সম্পর্ক তৈরি করার সুযোগ হয়েছিল। ওই এলাকা ছিল মুসলিম প্রধান। ফলে প্রতিবেশী শিক্ষক, সহপাঠীদের অধিকাংশ ছিল মুসলিম। মুসলিম পরবগুলিতে তাঁরা নিজেরা অংশ নিতেন। কৈশোরেই বহু মুসলিম পরিবারের সঙ্গে মেলামেশার জন্য সুভাষচন্দ্র আজীবন … Continue reading সুভাষচন্দ্র বসু
