সংসদীয় রাজনীতির ভাঙাগড়ার দু-চার কথা
ড. রাজলক্ষ্মী বসু ভারতীয় সংসদীয় রাজনীতিতে কোলাজ সরকার তৈরি হয়েছে বটে, কিন্তু যথাযথ সময়োপযোগী এবং রাজনৈতিক বলে বলীয়ান শক্তি হিসেবে সপ্রতিভ ভঙ্গিমায় আসতে পারেনি। আঞ্চলিক দল উৎপত্তির বিবরণী আশানুরূপ হলেও তা অর্ন্তকলহের কাছে মাথানত করেছে। ললিতকুমার শর্মা তাঁর ‘Emergence of coalition politics in India’ বইতে আঞ্চলিক দলের ভাঙাগড়ার প্রাঞ্জল বিবরণী দিয়েছেন। ১৯৫৭ সালে যুযুধান রাজনৈতিক দল ছিল ১৮টি। যার মধ্যে ৪টি জাতীয়, ১৪টি আঞ্চলিক। ১৯৮০-তে … Continue reading সংসদীয় রাজনীতির ভাঙাগড়ার দু-চার কথা
