রূপান্তরকামীদের ঋতু উৎসবে এবার মহাভারতের ‘মহামানবী’
ত্রিণী হালদার রূপান্তরকামীদের এ যেন বার্ষিক মহোৎসব। প্রতি বছর ঋতুপর্ণ ঘোষের স্মরণে তাদের ঋতু উৎসবে প্রতি বারই থাকে নানা রকমের চমক। এবার সেই উৎসবের মঞ্চে মহাভারতের ১১ জন নারী চরিত্রকে নিয়ে থাকছে এক নৃত্যনাট্য ‘মহামানবী’। দ্রৌপদী, কুন্তি, মাদ্রি, গঙ্গা, সত্যবতী, গান্ধারি, চিত্রাঙ্গদা, শিখণ্ডী, উত্তরা, সুভদ্রা, অম্বা— এই নারীদেরকে রূপান্তরকামীরা নতুন আঙ্গিকে মঞ্চে টেনে আনবেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে নিত্য জীবনযন্ত্রণার লড়াইয়ের মাঝখানে। মহাভারতের গল্পে আছে যে, … Continue reading রূপান্তরকামীদের ঋতু উৎসবে এবার মহাভারতের ‘মহামানবী’
