বেলুড়ে ঐতিহাসিক রাধারমণজিউর রাসবাড়ি আন্তর্জাতিক ধর্মীয় পর্যটন বিন্দু হয়ে উঠছে
সুপ্রিয় হালদার হাওড়ার বালি থানা এলাকার বারবাকপুর (ব্যারাকপুর) মৌজায় ভাগিরথীর তীরে দাঁ-এ দের শ্রীশ্রী রাধারমন জিউ-র ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির এবং ২৪ ফুট উঁচু ৬টি শিবমন্দির সম্বলিত রাসমঞ্চ, নাটমন্দির, ভোগঘর এবং বাগানের প্রতিষ্ঠা হয় বাংলার ১২৯৭-এর ২১ জ্যৈষ্ঠ। বাংলা তথা হাওড়ার ইতিহাসে এ এক অতি প্রাচীন এবং জাগ্রত দেবস্থান। প্রসঙ্গত, এই দাঁ-এ দের রাসবাড়ির জন্মের অনেক পরে হাওড়ায় বেলুড় মঠ-এর মত বিখ্যাত দেবস্থানের জন্ম। … Continue reading বেলুড়ে ঐতিহাসিক রাধারমণজিউর রাসবাড়ি আন্তর্জাতিক ধর্মীয় পর্যটন বিন্দু হয়ে উঠছে
