একদিন হঠাৎ
শিবানন্দ পাল ট্রেনের গতি বাড়ছে। ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। খানা জংশন পার হল। মেন লাইন থেকে এবার লুপ লাইনে উঠবে গাড়ি। হইত আর আধ ঘণ্টা বা চল্লিশ মিনিট বাদ পৌঁছে যাবে শান্তিনিকেতনে। গুরুদেবের শান্তিনিকেতন, নিরুপমকে নামতে হবে, নামবেন বহু মানুষ। সারাদিন শান্তিনিকেতনে ঘুরে বেরিয়ে সন্ধার ফিরতি ট্রেনে ঘরে ফিরবেন। শান্তিনিকেতন যে তাঁর শান্তির নীড়। এখানে এসে এখানকার আকাশ বাতাস আর মাটি থেকে বেঁচে থাকার রসদ … Continue reading একদিন হঠাৎ
