টেস্ট-সংঘাত-উপনির্বাচন
ইডেনে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট ম্যাচ এবং সেই ম্যাচে চিরাচরিত লাল বলের বদলে গোলাপি বলের আবির্ভাব দেখতে ম্যাচের প্রথম দিন ২২ নভেম্বর ২০১৯ মাঠ ভরেছিল কানায় কানায়। শহরজুড়ে বিভিন্ন দ্রষ্টব্য স্থানে এবং মাঠের গ্যালারিতে ইতস্তত গোলাপি আলোর ছটা কলকাতার ইদানীং নীল-সাদা আলোকেও কেমন ম্লান করে ফেলেছিল। ম্যাচের প্রথম দিন যাঁরা মাঠে গেলেন, তাঁরা অবশ্যই সৌভাগ্যবান। ঐতিহাসিক দিন-রাতের ম্যাচ দেখলেন, গোলাপি বলে খেলা দেখলেন, ভারতীয় পেসারদের সামনে … Continue reading টেস্ট-সংঘাত-উপনির্বাচন
