ব্রাইডাল মেকআপ-এ দমদমের মডেল তিয়াসা শোরগোল ফেলে দিয়েছে
মামন জাফরান দমদমের পূর্ব সিঁথি রোডের মধুগড়ের বাসিন্দা তিয়াসা দাস এখনও বারো ক্লাসের ফাইনাল পরীক্ষা দেয়নি। অর্থাৎ সে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। হিন্দি ছবির পোকা। এই মেয়ে দমদম এলাকায় ব্রাইডাল শুটের মডেল হিসেবে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। চলতি বছরেই তার এক বন্ধু মৌসুমী নায়েক এবং প্রিয়াঙ্কা দাস— এই দু-জন মেকআপ আর্টিস্ট তাকে কনে সাজিয়ে পরপর সাত-আট বার মডেল হিসেবে ছবি তুলেছে। সেই ছবি দেখে এলাকার মডেলদের মধ্যে … Continue reading ব্রাইডাল মেকআপ-এ দমদমের মডেল তিয়াসা শোরগোল ফেলে দিয়েছে
