সেনায় মহিলা এখন পুরুষ
ড. রাজলক্ষ্মী বসু ।। লিঙ্গবৈষম্য দূরীকরণে আরও এক বলিষ্ঠ পদক্ষেপ নিল আমাদের দেশ। ভারতীয় শীর্ষ আদালত যুগান্তকারী সিদ্ধান্তে জানায়— সর্ট সার্ভিস কমিশনড (এসএসসি) মহিলা পদমর্যাদাকারীরা এখন থেকে স্থায়ী পদমর্যাদার সেনা আধিকারিক। কমান্ড-এর পদেও তাঁরা পুরুষের সাথে সমান প্রতিযোগিতায় মুখোমুখি ও যোগ্যতার দাবি রাখেন। ২০১০-এ দিল্লি হাইকোর্টে এই বিষয়ের দাবি উত্থাপন করেই মামলা দায়ের করা হয়। সদ্য সমাপ্ত ভারতীয় শীর্ষ আদালতের রায়, ভারতের সংবিধানের ১৪ নং … Continue reading সেনায় মহিলা এখন পুরুষ
