হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি : সত্য উন্মোচন
ড. রাজলক্ষ্মী বসু ।। আমরা করোনা যন্ত্রণাতে আরও এক বাস্তবের পুর্নলিখন করতে বাধ্য হচ্ছি। তা হল, উন্নত দেশের সংজ্ঞা। এই করোনার আগে পর্যন্ত যাদের উন্নত দেশ তকমা দেওয়া হতো, তারা আজ সতর্কীকরণ, স্বাস্থ্যবিধি এমনকি সামাজিক দায়িত্বতেও যে আমাদের থেকে ঢের পিছিয়ে তা নিয়ে কোনও সংশয় নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশে না হলে কিভাবে এই মারণ রোগের প্রভাব সব দেশের ঊর্ধ্বে হয়? এরই মধ্যে হইচই শুরু … Continue reading হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি : সত্য উন্মোচন
