করুণা ধারায় এসো
চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) কিশোরই খবরটা এনেছিল, উৎসাহ ভরে বলেছিল, বুঝলে বাবা, চিন্তা করো না। আমার যা নম্বর আছে তাতে আমি ভর্তি হয়ে যাব অনায়াসেই। আর রমনীজেঠু যদি বলে দেয় তাহলে আমার সব ফ্রি হয়ে যাবে।সোনা চাটুয্যের মুখে হাসি ফুটেছিলো। মনে মনে মদনমোহনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।তার কয়েকদিন পর আলো ঝলমল মুখে কিশোর কলকাতা গেল রমনীজেঠুর সাথে। কিন্তু সন্ধ্যায় ছেলে ফিরলো মুখ কালো করে। বললো, বাবা, … Continue reading করুণা ধারায় এসো
