ঠাকুরবাড়ির বালকেরা
ময়ূরী মিত্র সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ — ‘বালক’-এর জন্য লিখতে বসে তিন ভাইই সর্বকালীনত্বকে নিজেদের অমূল্য বাল্যে একবার খুঁজে পর্যন্ত দেখলেন না। বাল্য তাঁদের কাছে হয়ে থাকল কেবল বালককূলের। অথচ তিনজনেই কিন্তু পরবর্তীকালে নিজের নিজের বাল্যস্মৃতি নিয়ে বহুল পরিমাণে নাড়াচাড়া করেছেন। দেবেন্দ্রনাথ, রাজনারায়ণের সাহচর্যে এবং ঠাকুরবাড়ির সার্বিক স্বাদেশিকতায় জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের হাড়মাসে যে অন্তর্মুখী ও সংহত স্বাজাত্যবোধের সঞ্চার ঘটেছিল — ‘বালক’ পত্রিকায় সেসব প্রসঙ্গ না এনে … Continue reading ঠাকুরবাড়ির বালকেরা
