সুপ্রিয় হালদার
প্রায় ৫ বছর পর আবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন আসন্ন। ২০১৭-র পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি এই নির্বাচনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ১৮ জানুয়ারি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের এই কথা জানালেন। এই পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ফিরে আসাটা সময়ের অপেক্ষা মাত্র। পার্থবাবু এই ভোট প্রক্রিয়ায় রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে নির্বাচন। পার্থবাবু জানিয়েছেন, ওই দিন কারা ভোটার বা ডেলিগেট হবেন সেটা ২৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত করে সকলকে জানিয়ে দেওয়া হবে। সমগ্র নির্বাচনি প্রক্রিয়া ৩১ মার্চের মধ্যে শেষ করে ফেলা হবে। দলীয় স্তরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। আরও খবর দল যেহেতু বাংলা নির্ভর না থেকে এখন সর্বভারতীয় চরিত্র নিতে চলেছে তাই এবারের যে ওয়ার্কিং কমিটির সভা হবে তাতে ভিন রাজ্যের অনেকেই জায়গা পাবেন। জানা গেছে লোকসভা, রাজ্যসভার সাংসদরা, বিধায়করা এমনকি জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলাররাও ভোটের অধিকার পাবেন। এছাড়াও, জেলা পরিষদ থেকেও ডেলিগেট করা হবে। এই দিন পার্থবাবু এটাও বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই। তাই যারাই ডেলিগেট হোন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবেন বলে মনে হয় না। ফলত নির্বাচন না হয়ে ২ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরাগমন ঘটবে বলেই সকলে নিশ্চিত।
