জীবন বিমা (এলআইসি)-র মতো ১০০ শতাংশ সরকারি অংশীদারিত্ব সংস্থায় টাকা জমা রাখা কতটা আর নিরাপদ হবে সেই নিয়ে আমানতকারীদের মনে সংশয় দেখা দিয়েছে। সরকারি সূত্রেই জানা গেছে মার্চ মাস থেকে এই ঐতিহ্যশালী সরকারি সংস্থাটির শেয়ার বিক্রি শুরু হয়ে যাবে। গত সপ্তাহেই এই নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। তবে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এলআইসি-র মত সংস্থার শেয়ার বাজারে ছাড়া নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু সরকারের ভাবগতিক বলছে, মার্চ মাসেই এটা করে ফেলতে তারা বদ্ধপরিকর।
