মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির প্রাক্তন বিধাক লাভুমামলেদার গোয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও ক-দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে দল ছাড়লেন, ইস্তফা দিলেন। গোয়ার রাজনীতিতে অতি পরিচিত মুখ মামলেদার রাজ্যের প্রাক্তন ডিএসপি। তিনি বলেছেন, বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে টিএমসির ফল দেখে আশ্চর্য হয়েছিলাম। ভেবেছিলাম টিএমসি ধর্মনিরপেক্ষ দল। কিন্তু গত ২ সপ্তাহে তাদের কর্মপদ্ধতি দেখে যা বুঝেছি এরা গোয়ানিজদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। এরা বিজেপি-র থেকেও খারাপ। তাই এই দলে আর থাকতে চাই না। মামলেদার-এর সঙ্গে তৃণমূল কংগ্রেসে সদ্য যোগ দেওয়া আরও ৪ নেতা-কর্মীও টিএমসি থেকে ইস্তফা দিয়েছেন। উল্লেখ্য, ২০১২-১৭ মামলেদার গোয়ার পন্ডা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। মামলেদার ও তাঁর অনুগামীদের টিএমসি ত্যাগ গোয়ায় তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
