নির্বাচন কমিশনের দফতরে বাম-বিক্ষোভ, ১৪৪ ধারা, গ্রেফতার

সুপ্রিয় হালদার

রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে কলকাতা পুর নির্বাচনে ভোট লুঠ করার প্রতিবাদে এবং আসন্ন পুরসভাগুলির ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার দাবিতে বামফ্রন্টের নেতা-কর্মীরা ২৯ ডিসেম্বর বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায়। সেখান থেকে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে। সেই নিষেধাজ্ঞা ভেঙে বিক্ষোভ দেখাতে গেলে গ্রেফতার করতে হয়েছে। যদিও বাম নেতৃত্ব বলেছেন, নির্বাচন কমিশন দফতরের সামনে ১৪৪ ধারা ছিল না। তাদের বিক্ষোভ বানচাল করতেই রাতারাতি ১৪৪ ধারা জারি করে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাবার পরে সেখানেও ধরনা শুরু করেন বিক্ষোভকারীরা. বামফ্রন্টের আরও অভিযোগ, আগামী ৫ জানুয়ারি সংশোধিত ভোটার লিস্ট প্রকাশ হবার কথা। ২২ জানুয়ারি ভোট হবে ৪ পুর এলাকায়। কিন্তু নতুন লিস্টের বদলে পুরোনো ভোটার লিস্টেই নির্বাচন করা হচ্ছে। কমিশনের এ হেন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বামনেতারা। তাছাড়া কমিশনের দফতর সরোজিনী নাইডু সরণিতে আসবার পথেই বামপন্থী কর্মীদের অনেককে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচির কথা পুলিশকে আগাম জানানো সত্ত্বেও পুলিশ তখন কিছু না বলে পরে রাতারাতি ১৪৪ ধারা জারি করে বিক্ষোভ বানচাল করতে সচেষ্ট হয়েছে। এই পুলিশি কর্মকাণ্ডের প্রতিবাদে ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি হবে বলে ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Leave a comment