আরাম-নিলয়

উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সুনীল-পুতুল অবলম্বনে স্বল্প দৈর্ঘ্যের ছবি আরাম-নিলয়। চিত্রনাট্য ও পরিচালনা সৈকত গাঙ্গুলি। জীবনের চলার পথ সুনীল আর পুতুলের ছিল সুন্দর সরকারি চাকরি। একে অপরের প্রতি আকর্ষণ। কিন্তু যেভাবে বিয়ে করে সংসার, সন্তানাদি প্রতিপালন হওয়ার কথা ছিল কী এক অজানা কারণে তা হল না। সুনীল তবুও আশা ছাড়ে না। এক বন্ধুর হোটেল বা গেস্ট হাউস ছিল দিঘায়, তার সাথে যোগাযোগ করে প্রস্তাব দেব বৃদ্ধাশ্রম করার একটা ফ্লোর আমাকে দে, যা টাকা লাগে দেব। বন্ধু রাজি হয়। চাকরি থেকে ভিআরএস নেয়। পুতুলকে রাজি করায়। পুতুলও সম্মতি দেয়। যাক সারাটা জীবন তো একসাথে থাকা যাবে। পাশাপাশি অফিসের সহকর্মী মণিমালার সাথে কিছু সুন্দর কথোপকথন। অফিসের নেতা সুবিমলবাবুর পুতুলের প্রতি এক অদ্ভুত প্রীতি। জয়ন্ত এক নবীন সহকর্মীর বিয়ে করে যাওয়া, সমুদ্রপারে সুনীলের প্রেম নিবেদন পুতুলকে সব মিলিয়ে এক সুতোয় বাঁধার চেষ্টা। শেষে সুনীলের প্রিয় কবিতা ‘গণ গণে আঁচের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়া, নিভে গেল ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা।’

Leave a comment