দিল্লিতে বিজয়া চক থেকে ১.৪ কিমি দূরে ড. এপিজে আব্দুল কালাম রোডে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের বাইরে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে বিকাল ৫.০৫ মিনিট নাগাদ। দূতাবাস থেকে ১৫০ মিটার দূরে ফুটপাথে এই বিস্ফোরণ হয়। এনআইএ, দিল্লি পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, অ্যান্টি টেরর স্কোয়াড তদন্তে নেমে পড়েছে। বিস্ফোরণ স্থলে থেকে একটি খাম পাওয়া যায়, সেটিতে লেখা ছিল ‘টু ইজরায়েল অ্যামবেসি অ্যাম্বাসাডর’। এই খামটি সিজড করে তদন্তের জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। এই বিস্ফোরণে কোন হতাহতের খবর নেই। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশদে খোঁজখবর নেন। দিল্লি পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব ঘটনাস্থল ঘুরে যান।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে বলেন, ইজরায়েলের বিদেশমন্ত্রীকে জানিয়েছি দূতাবাস এবং কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিষয়টির তদন্ত চলছে এবং কালপ্রিটদের খুঁজে বের করা হবে। ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকিনাজি বলেন, এই বিস্ফোরণকে আমরা সিরিয়াসলি দেখছি। এই ঘটনায় সমস্ত বিমানবন্দর, দিল্লি মেট্রো এবং কেন্দ্রীয় সরকারি ভবনগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়ের ইজরায়েলি দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
