শঙ্কর সাহা
‘এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো’… ‘সপ্তপদী’ সিনামায় উত্তম-সুচিত্রার এই অভিনয়দৃশ্য আজও যেন সকল সিনামা প্রেমীদের মুদ্ধ করে। তাঁহার পথ ফুরোয়নি,আজও যেন বাংলা সিনামার জগতে তিনি স্বমহিমায় বেঁচে আছেন সকলের মনে ও মননে,যাহার সিনেমার প্রসঙ্গ এলেই সকলে যেন কোথায় হারিয়া যান। ফিরে পান সাদা-কালো সিনেমার সোনালি স্বপ্নের দিনগুলো তিনি হলেন মহানায়ক উত্তমকুমার। এই মহানায়ক তকমা শুধুই তাঁরই জন্য। বাংলা সিনেমায় অভিনয়ের অনাবিল ধারায় তিনি দর্শকদের আজও মোহিত করেন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যের সাথে তিনি নিজেকে মানিয়ে নিতেন। কখনো রোমান্টিক অভিনয়ে, কখনো ঘরোয়া ও পারিবারিক কাহিনিতে কখনোবা হাসির সিনেমায় তাঁহার অভিনয় দক্ষতা মুগ্ধ করে আমাদের সকলকে। ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমায় তাঁহার অভিনয় সত্যিই মনোমুগ্ধকর। আজও প্রবীণ নাগরিকদের মুখে প্রায় শোনা যায় বাংলা সিনেমা মানেই তো সেই উত্তমকুমার! তিনি তাঁর অভিনয় জীবনে একাধিক অভিনয়ের পাশাপাশি বেশকিছু সিনেমায় সুরারোপ করেছেন। আজও সেই সাদা-কালো সিনেমা প্রসঙ্গ এলেই তাঁহার সিনেমার কথা ভেসে আসে আমাদের মনে।
সিনেমাপ্রেমী মানুষদের কাছে বাংলা সিনেমা যেন এক মুক্তির স্বাদ এনে যায়। দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার ফাঁকে আজও মানুষ ভিড় জমায় সিনেমাহলে বাংলা সিনেমার টানে। আজও বাড়ির মা, ঠাকুমাদের কণ্ঠে শোনা যায় বাংলা সিনেমার সেই স্বর্ণালী যুগের কথা৷ কখনো তাদের মুখে ওঠে আসে আক্ষেপের সুর। বাংলা সিনেমার সেইযুগ কি আর ফিরবে না যেখানে টিভির সামনে বসে সিনেমার অনাবিল হাস্যরসের অভিনয়ে দমফাটা হাসিতে মেতে উঠতো সকলে। বাংলা সিনেমার সেই সব পর্ব আজও সিনেমাপ্রেমীরা ভুলতে পারেনি। ভুলতে পারেনি সেই স্বর্ণালী সময়ের উত্তমকুমারের সেই সিনেমাগুলোকে।
বাংলা সিনেমার পুরোনো দিনের কথা উঠলেই আজও মনে পড়ে যায় মহান নায়ক উত্তমকুমারের কথা। বাংলা সিনেমার সেই সাদা-কালো যুগে তিনি যেন এক চিরপরিচিত নাম। তাঁহার মনোমুগ্ধকর অভিনয় আজও অসংখ্য দর্শকদের মোহিত করে। তাহার শরীরি ভাষাতেই ছিল এক অসাধারণ অভিনয় দক্ষতা। তিনি শুধুই অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন পরিচালক ও প্রযোজকও বটে। বাংলা সিনেমায় এক স্বর্ণালী যুগ সৃষ্টি করেছেন তিনি। এককথায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিনি ।
আজ ভারত তথা রাজ্য করোনার প্রকোপে। লকডাউনে তিলোত্তমা কলকাতা যেন আজ নীরব। তবে দর্শকদের মন ভারাক্রান্ত হলেও মন থেকে সকলেই শ্রদ্ধা জানাবেন প্রিয় মহানায়ক উত্তমকুমারকে। অসংখ্য ভক্ত ও অনুরাগীদের কাছে তিনি তো আজও অমর, তিনি প্রিয় নায়ক উত্তমকুমার। সুদর্শন, মুখে মিস্টি হাসি তাঁহার সেইসব ছবি যেন আজও প্রাণবন্ত। ২৪শে জুলাই তাঁহার প্রয়াণ দিবসে জানাই বিনম্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।
