মঞ্চে মন্ত্রী-কবি শোভনদেব চট্টোপাধ্যায়

১ ফেব্রুয়ারি ২০২০ শিশির মঞ্চে বাঁশদ্রোণী শিল্পন সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত কবিতার আসরে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের লেখা কবিতা পাঠ করলেন একাধিক আবৃত্তিকার। কবিতা পাঠ করলেন মন্ত্রীও। একাধারে মুষ্টিযোদ্ধা, মোহনবাগান ক্লাবের রাগবি খেলোয়াড় এবং দীর্ঘদিন ধরে পত্রিকা সম্পাদনার পাশাপাশি শোভনদেববাবু যে নিয়মিত কবিতা, ছড়া ইত্যাদি লেখেন তা হয়ত অনেকেই জানতেন না। ক্রীড়াঙ্গনে লড়াকু অথচ শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষ এ রাজ্যে আরও অনেকে আছেন এবং ছিলেন। শোভনদেববাবু সেই তালিকায় অত্যন্ত উজ্জ্বল এক নক্ষত্র। তাঁর লেখা কবিতায় একদিকে যেমন হৃদয়স্পর্শী স্ত্রী-বিয়োগের যন্ত্রণা ফুটে উঠেছে, আবার স্কুলের প্রাচীর টপকে ক্লাস কেটে পালিয়ে যাওয়ার পর এই কথাটি সোজাসাপটা অভিভাবকদের সামনে এসে স্বীকার করার সাহসটাও রয়েছে। নিজের জীবন, দর্শন, বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা এবং প্রকৃতিপ্রেম এই সব থেকেই বরাবর এই মন্ত্রী-কবি তাঁর লেখার ইন্ধন আহরণ করেছেন। এমন মানুষকে সরাসরি দর্শক-শ্রোতাদের সামনে উপস্থিত করে বাঁশদ্রোণীর এই সংস্থাটি একটি অসামান্য সন্ধ্যা উপহার দিল।

Leave a comment