অ্যাঞ্জেল স্টার ফিল্মস-এর সুন্দরী প্রতিযোগিতায় জয়ী পাচ্ছেন ছবিতে অভিনয়ের সুযোগ

অ্যাঞ্জেল স্টার ফিল্মস এন্টারটেনমেন্ট-এর কর্ণধার নীল সেনগুপ্তের নিবেদিত মিনু মানিনি-এর কর্ণধার শ্যাম আগরওয়াল ও সহকারী সুশীল কুমার আগরওয়াল-এর উদ্যোগে এবং ব্লুজ ক্রিয়েটিভ অ্যাক্টিং ইনস্টিটিউশন-এর কর্ণধার অর্চিতা সেন সহযোগিতায় সমগ্র হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া ও উওর ২৪ পরগনা জেলায় হচ্ছে নিয়ে এক বিশেষ মডেল ট্যালেন্ট হান্ট্ কমপিটিশন। শুধুমাত্র মেয়েদের জন্য। ভ্যালেন্টাইন লাভ বার্ড ২০২০ যেখানে গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে উৎসাহিত মেয়েদের জন্য এক বিরাট সুযোগ এনে দিয়েছে। ১ জানুয়ারি ২০২০ থেকে এই বিউটি কনটেস্ট-এর জন্য অংশগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং এটি চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। ট্রাডিশনাল, ওয়েস্টার্ন, এথনিক্ ও বোল্ড রাউন্ড নিয়ে এই প্রতিযোগিতা চলছে। শুধুমাত্র ফেসবুককে কেন্দ্র করে এই সমস্ত প্রতিযোগিতা নিয়ে এই ৫ জেলায় মডেলদের মধ্যে শুরু হয়েছে বিশাল উত্তেজনা ছড়িয়েছে। ভ্যালেন্টাইন লাভ বার্ড ২০২০ এর বিজয়ী জন্য থাকছে বিজয়ী মুকুট, নগদ পুরষ্কার ও অন্যান্য পুরস্কার।এছাড়াও ক্রম অনুযায়ী রানার, ফার্স্ট রানার, সেকেন্ড রানার এবং থার্ড রানার-এর জন্য রয়েছে পুরস্কার। অ্যাঞ্জেল স্টার ফিল্মস এন্টারটেনমেন্ট-এর থেকে পরিচালক নীল সেনগুপ্তের ছবিতে এই প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকরা কাজ করার সুযোগ পাবে এবং মিনু মানিনি-তে মডেলিং করার সুযোগ পাবে বিজয়ী প্রতিযোগী। এই প্রতিযোগিতায় বিশেষভাবে সহযোগিতা করছে ভ্যালেন্টাইন লাভ বার্ড ২০২০। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার প্রতিফলন সংবাদ পত্রিকা।

Leave a comment