পেশায় ব্যবসায়ী। কিন্তু নেশায় ক্রিকেট প্রেমী। বর্ধমান শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমেষ পাল। রবিবাসরীয় বিশ্বকাপ ক্রিকেটের মাঠে ভারত পাক যুদ্ধে তিনি সামিল হবেন। শহরের দত্ত মাকের্টে তার ওষুধের দোকান আছে। ব্যবসা সামলে সুযোগ পেলেই তিনি চলে যান খেলার মাঠে। তবে যত দিন যাচ্ছে ততই যেন তার সময় কমে যাচ্ছে ব্যবসায়ী কারণে। তাই এখন আর মাঠে যাওয়া ঠিক মত হয় না। তবে সুযোগ পেলেই তিনি সব কাজ ফেলে সটান হাজির হন ক্রিকেট মাঠে।

বিশ্বকাপ ক্রিকেটের রণাঙ্গনে দুই প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। ইংল্যাণ্ডের ম্যাঞ্চেস্টার স্টেডিয়ামে তাড়িয়ে তাড়িয়ে ম্যাচের প্রতিটি মুহূর্তের উত্তেজনা উপভোগ করবেন ব্যবসায়ী অনিমেষ পাল। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন ইংল্যাণ্ডে। বর্ধমান থেকে কলকাতা। কলকাতার দমদম বিমানবন্দর থেকে দিল্লির পালাম তারপর দুবাই হয়ে লণ্ডনের পথে বিমান পাড়ি দিয়ে ছিল ১৪ জুন। এখন তিনি সব কিছু ভুলে ভারত পাক ম্যাচে ডুবে আছেন।

Leave a comment